গন্ডাছড়ায় বিজেপিতে যোগ দিলেন দেড় হাজার ভোটার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ আইপিএফটি দলের মনোনীত গঙ্গানগর আরডি ব্লক চেয়ারম্যান গৌরাঙ্গ রিয়াং সহ বিভিন্ন দল ত্যাগ করে ৭১১ পরিবারের ১৫০৪ ভোটার ভারতীয় জনতা পার্টির পতাকা তলে শামিল হয়েছেন৷ ভারতীয় জনতা পার্টি রাইমাভ্যালী মন্ডলের উদ্যোগে শনিবার গন্ডাছড়া বাজারে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়৷ এর আগে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিশাল একটা মিছিল গন্ডাছড়া শহর এলাকার বিভিন্ন পদ পরিক্রমা শেষে উত্তর বাজারে এসে এক সভায় মিলিত হয়৷  সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, সাংসদ রেবতী ত্রিপুরা, প্রদেশ সম্পাদক তাপস মজুমদার, ধলাই জেলা সভাপতি তথা বিধায়ক পরিমল দেববর্মা, জেলা কমিটির সহ-সভাপতি বিকাশ চাকমা, এমডিসি ভূমিকানন্দ রিয়াং, বিদ্যুৎ দেববর্মা, জনজাতি মোর্চার রাজ্য সহ-সভাপতি পতিরাম ত্রিপুরা, রাইমাভ্যালী মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা প্রমুখ৷ এদিনের যোগদান সভায় আইপিএফটি দলের মনোনীত গঙ্গানগর আরডি ব্লক চেয়ারম্যান গৌরাঙ্গ রিয়াং সহ বিভিন্ন দল ত্যাগ করে ৭১১ পরিবারের ১৫০৪ ভোটার ভারতীয় জনতা পার্টির পতাকা তলে শামিল হন৷ নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *