ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১শে অক্টোবর।। আগামী ২৬-২৯ নভেম্বর পাঞ্জাবে পুরুষ ও মহিলাদের জাতীয় আর্টিস্টিক জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হবে। ঐ আসরে রাজ্য দল অংশগ্রহন করবে। এই আসরকে সামনে রেখে আগামী ২৬শে অক্টোবর, বুধবার সকাল ৮টায় স্থানীয় এন এস আর সি সি-র জিমন্যাসিয়াম হলে এক দিনের নির্বাচনী শিবির অনুষ্ঠিত হবে। ঐ দিন যথা সময়ে বিভিন্ন প্রশিক্ষন কেন্দ্রের প্রতিভাবান জিমন্যাস্টদের নিজ খরচে নির্বাচনী শিবিরে অংশ নিতে বলা হচ্ছে। পুরুষদের ক্ষেত্রে যাদের জন্ম ২০০৪ ইংরেজি এবং তার আগে, মহিলা বিভাগে ২০০৬ ইংরেজি এবং তার আগে যাদের জন্ম শুধুমাত্র তারাই অংশগ্রহন করতে পারবে এই আসরে। রাজ্য জিমনাস্টিক সংস্থার যুগ্ম সচিব বিজন সাহা এক বিবৃতিতে এই খবর জানিয়েছেন।
2022-10-21