শ্রীনগর, ২১ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি প্রধান মেহবুবা মুফতিকে সরকারি বাসভবন খালি করে দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে। পরিবর্তে বিকল্প আবাসনের প্রস্তাবও দেওয়া হয়েছে। শ্রীনগরের ফেয়ারভিউ বাসভবন খালি করতে বলা হয়েছে মেহবুবা মুফতিকে, এই মর্মে নোটিশ পাঠানো হয়েছে। শুক্রবার এই নোটিশ পাঠানোর কথা স্বীকারও করেছেন মেহবুবা।
শ্রীনগরের ফেয়ারভিউ বাসভবন খালি করতে বলার পাশাপাশি জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিকল্প আবাসনের প্রস্তাবও দেওয়া হয়েছে। নোটিশে জানানো হয়েছে, “আপনার যদি বিকল্প আবাসনের প্রয়োজন হয়, সরকার আপনার অনুরোধে, নিরাপত্তা অথবা অন্য কোনো কারণে তা প্রদান করতে ইচ্ছুক।”
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই অন্য এক প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট ওমর আবদুল্লাহ এনটাইটেলমেন্টের নিয়মে পরিবর্তনের কারণে স্বেচ্ছায় নিজের সরকারী বাসভবন খালি করেছিলেন।