নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.) : দিল্লি পুলিশের বিশেষ সেল গুপ্তচরবৃত্তির সন্দেহে মজনু কা টিলা এলাকার বৌদ্ধ শরণার্থী বসতি থেকে এক চিনা মহিলাকে গ্রেফতার করেছে।
ওই মহিলার কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। তার নাম লেখা হয়েছে দোলমা লামা। সে কাঠমান্ডুর বাসিন্দা বলে নথিতে উল্লেখ রয়েছে। আবার অন্যান্য নথিতে তার নাম কাই রাউ। এখানে ঠিকানা ফু জিন রোড চায়না। মহিলার পাসপোর্ট নম্বর ই৮৭৮৫৭৭৫০ এ ২০১৯ সালে চিন থেকে ভারতে ভ্রমণ করছেন।
পুলিশ অফিসার বলেন, এখন ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এসআরআরও) সহযোগিতায় প্রয়োজনীয় রেকর্ড পরীক্ষা করার পরে এটি প্রমাণিত হয়েছে, তিনি চিনা পাসপোর্টে ২০১৯ সালে ভারতে এসেছিলেন।
পুলিশ অফিসার বলেন, মহিলার ২০১৯ সাল থেকে মজনু কা টিলায় অবস্থিত একটি তিব্বতি শরণার্থী কলোনিতে বসবাস করছেন। মহিলারা বৌদ্ধ ভিক্ষুদের ঐতিহ্যবাহী গাঢ় লাল পোশাক পরতেন। চুলও ছোট করে কেটেছিলেন।
পুলিশি জিজ্ঞাসাবাদে ওই মহিলা জানান, চিনের কমিউনিস্ট পার্টির কয়েকজন নেতা তাকে হত্যা করতে চেয়েছিল। তাই জীবন বাঁচিয়ে ভারতে এসে গত দুই বছর ধরে বসবাস করছেন। ওই মহিলা ইংরেজি, ম্যান্ডারিন ও নেপালি তিনটি ভাষায় সাবলীল।