জম্মু, ২১ অক্টোবর (হি.স.): দেশের অখণ্ডতা বিপন্ন করার চেষ্টা কেউ করলেই আইনের অধীনে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। জানিয়ে দিয়েছেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। শুক্রবার জম্মুতে ‘পুলিশ শহিদ স্মৃতি দিবস’ উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে শহিদ পুলিশ কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মনোজ সিনহা।
এই অনুষ্ঠানে তিনি বলেছেন, “যদি কেউ নিজেদের বক্তব্য অথবা কাজের মাধ্যমে দেশের অখণ্ডতা বিপন্ন করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।”
জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা আরও বলেছেন, “সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নিত করার চেষ্টা করছে এমন উপাদানের ওপর আমরা নজর রাখছি। কিছু মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য নিরীহ মানুষজনের হত্যাকে সমর্থন করছে।”