ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর।। কার্যকরি কমিটির সভা ২৩ অক্টোবর। রাজ্য ভলিবল সংস্থার। ওইদিন বিকেল ৪ টায় উমাকান্ত মিনি স্টেডিয়াম সংলগ্ন রাজ্য সংস্থার হলঘরে হবে সভা। তাতে আসন্ন রাজ্য আসরের দিনক্ষণ এবং স্থান ঠিক করা হবে। সভায় কার্যকরি কমিটির সকল সদস্য এবং সদস্যাদের উপস্থিত থাকার জন্য রাজ্য সংস্থার ভারপ্রাপ্ত সচিব চন্দন সেন অনুরোধ করেছেন।
2022-10-20