আগরতলা, ২০ অক্টোবর (হি. স.) : ত্রিপুরা থেকে বর্ষা এবছরের জন্য আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে। স্বাভাবিক সময়ের এক সপ্তাহ পিছিয়ে দক্ষিণ-পশ্চিম বর্ষা রাজ্য ছেড়েছে। অবশ্য, স্বাভাবিক সময়ের দুই দিন পূর্বে বর্ষা প্রবেশ করেছিল।
আবহাওয়া দফতর জানিয়েছে, গত ৩ জুন দক্ষিণ-পশ্চিম বর্ষা আনুষ্ঠানিকভাবে ত্রিপুরায় প্রবেশ করেছিল। তবে, স্বাভাবিক সময় মেনে ৫ জুন বর্ষা ত্রিপুরায় প্রবেশ করবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু, দুই দিন পূর্বেই বর্ষা ত্রিপুরায় প্রবেশ করেছিল। তেমনি, বৃহস্পতিবার ২০ অক্টোবর দক্ষিণ-পশ্চিম বর্ষা ত্রিপুরা থেকে বিদায় নিয়েছে। এক্ষেত্রে, স্বাভাবিক সময় থেকে এক সপ্তাহ পিছিয়ে বর্ষা বিদায় নিয়েছে।
আবহাওয়া দফতর সাথে আরও জানিয়েছে, ত্রিপুরায় ১ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের তারতম্য ছিল স্বাভাবিক থেকে ২২% কম। তেমনি, ত্রিপুরায় ১ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাতের তারতম্য ছিল স্বাভাবিক থেকে ৩৫% বেশি।