ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর।। আন্তঃ অফিস ক্রিকেটে স্বাস্থ্য দপ্তর চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল ম্যাচে হেরে রানার্স খেতাব পেয়েছে বিদ্যুৎ নিগম রিক্রিয়েশন ক্লাব। আজ নরসিংগড়ে পঞ্চায়েত মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর রিক্রিয়েশন ক্লাব ৫ উইকেটের ব্যবধানে জয় ছিনিয়ে চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে। খেলা শুরুতে বিদ্যুৎ নিগম রিক্রিয়েশন ক্লাব প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে জয়তনু বিশ্বাস সর্বাধিক ৩৫ রান পায়। স্বাস্থ্য দপ্তরের কেশব দে ৫ রানের বিনিময়ে একটি উইকেট দখলের পাশাপাশি ব্যক্তিগত ১০ রানও সংগ্রহ করে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর রিক্রিয়েশন ক্লাব ১৭.৩ ওভার খেলে পাঁচ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে সম্রাট ত্রিপুরা সর্বাধিক ২৭ রান পায়। বিদ্যুৎ নিগম রিক্রিয়েশন ক্লাবের মহিতোষ দেববর্মা ১৩ রানের বিনিময়ে একটি উইকেট পেয়েছে। এদিকে, তৃতীয় স্থান নির্ণায়ক অপর ম্যাচে পূর্ত দপ্তর রিক্রিয়েশন ক্লাব ৫৩ রানের ব্যবধানে দারুন জয় পেয়েছে। খেলায় পূর্ত দপ্তর রিক্রিয়েশন ক্লাব টস জিতে সীমিত ১৬ ওভারে আট উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে বিটন দেববর্মা সর্বাধিক ২৬ রান পায়। কৃষি দপ্তর রিক্রিয়েশন ক্লাবের অভিজিৎ দে সর্বাধিক তিনটি উইকেট পেয়েছে ৩৫ রানের বিনিময়ে। এছাড়া, রাজেশ রায় পেয়েছে দুটি উইকেট 8 রানের বিনিময়ে। শুভাশিস গোস্বামীও পেয়েছে ২ উইকেট ১২ রানের বিনিময়ে। জবাবে কৃষি দপ্তর রিক্রিয়েশন ক্লাব ১২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫২ রান সংগ্রহ করতে পেরেছে। দলের পক্ষে অভিজিত দে সর্বাধিক ১৯ রান পায়। পূর্ত দফতর রিক্রিয়েশন ক্লাবের রজত কর্মকার ১০ রানে তিনটি এবং অতুল কৃষ্ণ মল্লিক মেডেন ওভারে দুই উইকেট পেয়ে সাফল্যের স্বাক্ষর রেখেছে।
2022-10-20