ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর।। আসরে তৃতীয় জয়ের লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবে ত্রিপুরা। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল দল মনিপুরে। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে দিবা-রাত্রী ম্যাচে আজ মনিপুরের মুখোমুখি হবে ত্রিপুরা। সৈয়দ মুস্তাক আলি টি-২০ ক্রিকেটে। আপাতত ৫ ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট ৮ এবং মনিপুরের পয়েন্ট ৪। শক্তির বিচারে ত্রিপুরা এগিয়ে থাকলেও নবাগত মনিপুরের ক্রিকেটাররা যথেষ্ট বেগ দিতে তৈরী বলে জানা গেছে। দুদলই বুধবার শেষ প্রস্তুতি সেরে নেয়। ব্যাটে রান না পেলেও শেষ ম্যাচে পুদুচেরীকে পরাজিত করে ঋদ্ধিমানদের মনোবল অনেকটাই বেড়ে গেছে। সেই মনোবলকে পূজি করেই আজ মনিপুর বধ করতে প্রস্তুত মণিশঙ্কর-রা। শেষ ম্যাচের মতো মনিপুরের বিরুদ্ধে ত্রিপুরার দু-জন ক্রিকেটারকে ‘ইমপেক্ট ক্রিকেটার’ হিসাবে রাখা হতে পারে। ব্যাটিংয়ে শ্রীদাম পাল এবং বোলিংয়ে শঙ্কর পাল। মনিপুরের বিরুদ্ধে টসে জয়লাভ করলে ত্রিপুরা প্রথমে ব্যাটিং নেবে এমনই পরিকল্পনা নেওয়া হয়েছে। লক্ষ্য একটাই, মনিপুরের কঁাধে রানের বোঝা চাপানো। দলের হয়ে গোড়াপত্তন করবেন বিক্রম কুমার দাস এবং বিশাল ঘোষ। এরপর যথাক্রমে আসবে দলনায়ক ঋদ্ধিমান, সুদীপ চ্যাটার্জি, রজত দে, মণিশঙ্কর মুড়াসিং এবং দীপক ক্ষাত্রি। তবে মনিপুরের হারানোর কিছু নেই। ফলে পূর্বোত্তরের নবাগত ওই দলের ক্রিকেটাররা নিজেদের সর্বশ্র উজার করে দেওয়ার চেষ্টা করবে ত্রিপুরার বিরুদ্ধে। ফলে ২২ গজের লড়াই যে জমবে তা বলা বাহুল্য।
2022-10-19