প্রধানমন্ত্রী আবাস যোজনা-শহর প্রকল্পে ত্রিপুরা পুরস্কৃত

আগরতলা, ১৯ অক্টোবর : প্রধানমন্ত্রী আবাস যোজনা-শহর প্রকল্পে সর্বভারতীয়স্তরে পুরস্কৃত হলো ত্রিপুরা। আজ গুজরাটের রাজকোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরার নগর উন্নয়ন দফতরের সচিব কিরণ গিত্যের হাতে এই পুরস্কার তুলে দেন। উল্লেখ্য, রাজ্যের ২০টি পুর এলাকায় প্রধানমন্ত্রী আবাসন যোজনা-শহর প্রকল্পে ছয়টি ডিপিআর অনুসারে মোট ৮৭,২২৬টি বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়। এরমধ্যে ৭০,৬৪০টি বাড়ির নির্মাণ কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই ৫৩,৩০২টি বাড়ি নির্মাণের কাজ শেষ হয়েছে। অবশিষ্ট ৩৩,৯২৪টি বাড়ি নির্মাণের কাজ ৩১ মার্চ, ২০২৩ এর মধ্যে শেষ হবে।

রাজ্যের পুর এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা-শহর প্রকল্পে বাড়ি নির্মাণের ক্ষেত্রে এই সাফল্যের জন্য ভারত সরকারের কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে প্রধানমন্ত্রী আবাস যোজনা-শহর প্রকল্পে সেরা বাস্তবায়নকারী রাজ্য হিসাবে ত্রিপুরাকে অন্য চার রাজ্যের সাথে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। এই প্রকল্পে পুরস্কৃত অপর চারটি রাজ্য হলো গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও তামিলনাড়ু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *