কলকাতা, ১৯ অক্টোবর (হি স)। ‘পুলিশও তৃণমূলকে বাঁচাতে পারবে না।’ বুধবার কাঁথিতে বিজয়া সম্মিলনীতে এসে এই ভাষাতেই শাসকদলের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকেই তৃণমূলের ‘বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক দেন শুভেন্দু অধিকারী।
রাজ্যে নিয়োগ-দুর্নীতির প্রসঙ্গ তুলে আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে শুভেন্দুবাবুর হুঁশিয়ারি, “ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে।” এদিন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি-র উদ্যোগে কাঁথিতে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। শুভেন্দুবাবু সেই অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তৃতার শুরু থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান।
নিয়োগ-দুর্নীতি নিয়ে তোপ দেগে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দেন। আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনার প্রজন্ম ধ্বংস হয়ে গিয়েছে। আপনাদের বয়স ৪০ পেরিয়ে গিয়েছে। আপনারা আর সরকারি চাকরি পাবেন না। আপনার পরের প্রজন্ম যাতে ধ্বংস না হয় তার জন্য প্রথম কাজ হচ্ছে তোলামূল-মুক্ত পশ্চিমবঙ্গ গড়তে হবে।”
এপ্রসঙ্গে পুলিশকে ‘দলদাস’ আখ্যা দিয়ে রীতিমতো হুঁশিয়ারির সুরে বিরোধী দলনেতা বলেন, “পুলিশ দলদাসে পরিণত হয়েছে। পুলিশই এই দলটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিয়েছে। কিন্তু, বাঁচিয়ে রাখতে পারবে না। পুলিশ এই দলকে টিকিয়ে রাখতে পারবে না। আমরা গুছিয়ে নিয়ে এসেছি। কিছুদিনের মধ্যেই এই পার্টি চলে যাবে।”
মালবাজারের উদ্ধারকারীদের চাকরি দেওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। অভিযোগের সুরে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী দ্বিচারিতা করছেন। কোথাও তিনি সরকারি স্থায়ী চাকরি আবার কোথাও অস্থায়ী সিভিক ভলান্টিয়ারের চাকরি দিচ্ছেন। এটা মানুষ মেনে নেবে না।”

