নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্স —র উদ্যোগে ক্রিকেট সংগঠক প্রয়াত সমীরণ চক্রবর্তীর স্মৃতিতে প্রথমবার সমীরণ চক্রবর্তী স্মারক বত্তৃণতার আয়োজন করা হয়েছে৷ এই বত্তৃণতার বিষয় বস্তু ত্রিপুরা ক্রিকেটের অতীত এবং অগ্রগমন৷ ক্রিকেট সংগঠক প্রয়াত সমীরণ চক্রবর্তীর স্মৃতিতে দীর্ঘ ১৮ বছর পর এই আয়োজন করা হচ্ছে৷ মূলত প্রাক্তন ক্রিকেটার, টি সি এ-র আজীবন সদস্য, ক্রিকেট সংগঠক এবং ক্রিকেট প্রেমীদের মধ্যে সমন্বয় তৈরি করতে এই ধরনের স্মারক বত্তৃণতার আয়োজন করা হয়েছে৷ আগামী ২২ অক্টোবর আগতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে এই স্মারক বত্তৃণতা৷ বুধবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ত্রিপুরা মাস্টার্স ক্রিকেটার্স-র আহ্বায়ক হাবুল ভট্টাচার্য৷ এই স্মারক বত্তৃণতায় অংশ নেবেন তিন জন বিশিষ্ট ক্রিকেট সংগঠক বিমল রায় চৌধুরী, বাদল চক্রবর্তী, অরিন্দম গাঙ্গুলী৷
2022-10-19