সোনামুড়ায় জনসংযোগে গুরুত্ব দিচ্ছে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও কংগ্রেস দল সাংগঠনিক শক্তি বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে৷ এর অঙ্গ হিসেবেই শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েতে
কংগ্রেসের জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়৷
২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোনামুড়া বিধানসভা কেন্দ্রের শ্রীমন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩৮ নং বুথে কংগ্রেস নেতা মনির হোসেনের নেতৃত্বে গনদেবতাদের বাড়ী বাড়ী গিয়ে জনসংযোগ বিস্তার করেন৷ মনির হোসেন সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেন ডোর টু ডোর প্রোগ্রামের মাধ্যমে মানুষের যে স্বতঃস্ফূর্ততা দেখা গেছে তাতে মানুষ চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন  বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে৷ তিনি বলেন বিজেপি সরকার সুশাসনের নামে সারা রাজ্যে দুঃশাসন কায়েম করেছে৷ তাই রাজ্যের মানুষের কাছে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে তিনি আহ্বান করেন এবং রাজ্যের শান্তি সম্প্রীতি এবং উন্নয়ন ঘটাতে কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত করার আর্জি জানান রাজ্যের গণদেবতার নিকট৷ যদিও নির্বাচন আরো প্রায় ৪ মাস বাকী তার আগেই কংগ্রেস দলের ঝান্ডা নিয়ে মনির হোসেনের নেতৃত্বে  মানুষের দরজায় পৌছে গিয়ে নিবিড় সম্পর্ক তৈরী করতে ময়দানে ঝাপিয়ে পরছে কংগ্রেস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *