ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর।। আগামী ২২শে অক্টোবর ত্রিপুরায় ক্রিকেটের কিংবদন্তি সংগঠক প্রয়াত সমীরণ চক্রবর্তীর স্মরণে এক বক্তৃতা সভার আয়োজন করা হয়েছে। যেখানে রাজ্য ক্রিকেটের অতীত ও অগ্রগণ্য নিয়ে বক্তব্য রাখবেন রাজ্য ক্রীড়াঙ্গনের তিন ব্যক্তিত্ব। আজ আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স-এর আহ্বায়ক হাবুল ভট্টাচার্য বলেন “আমরা মনে করি এই রাজ্যের ক্রিকেট এই মুহূর্তে যেখানে এসে দাঁড়িয়েছে সেই জায়গায় পৌঁছুতে প্রয়াত সমীরণ চক্রবর্তীর এক বিরাট ভূমিকা রয়েছে । সেটাকে সামনে রেখেই ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স তাঁর স্মৃতিকে ধরে রাখার জন্য এই বক্তৃতা সভার আয়োজন করেছে।” আহবায়ক হাবুল ভট্টাচার্য আরও বলেন “বর্তমান প্রজন্ম জানে না রাজ্যের ক্রিকেট যাদের জন্য এতটা এসেছে তাঁরা কারা। একে একে আমরা চেষ্টা করবো সবিস্তারে তাদের জানাতে।” সাংবাদিক সম্মেলনে উপস্থিত একসময়ের দিকপাল ক্রিকেটাররা প্রত্যেকেই বলেন, ক্রিকেট হঠাৎ করে বর্তমান জায়গায় আসেনি, অনেকের পরিশ্রম পরিকল্পনা এর পেছনে কাজ করেছে।সেটাই এই ধরনের বক্তৃতার আসরের মূল উদ্দেশ্য। এবার এই অনুষ্ঠানে তিনজন বক্তা সর্বশ্রী বিমল রায় চৌধুরী, বাদল চক্রবর্তী ও অরিন্দম গাঙ্গুলীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁরা রাজিও হয়েছেন। যাঁরা রাজ্যের ক্রিকেটকে কোনও না কোনও ভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন ও অগ্রগমণকে খুব কাছ থেকে দেখেছেন, তাঁরাই বলবেন তাঁদের উপলব্ধি । সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে হাবুল ভট্টাচার্য বলেন ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স প্রাক্তনদের সাথে বর্তমানের একটা সেতুবন্ধনের কাজ করবে।প্রাক্তনদের পাশে থেকে তাঁদের যথাযথ মর্যাদা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যাপক ছাড়াও লক্ষ্য করা গেছে।প্রাক্তন ক্রিকেটার শুভাশিস বর্ধনের (হর্ষ) মৃত্যুর ঘটনার খবরের কথা উল্লেখ করে হাবুল বলেন, “বিষয়টি আমাদের যথেষ্ট নাড়িয়ে দিয়েছিল।” তিনি বলেন, “সেদিন থেকেই আমরা সমস্ত প্রাক্তন ক্রিকেটাররা যোগাযোগ শুরু করি।” আই টি আই মাঠে নেমে প্রথম বিদ্যুৎ নিগম রিক্রিয়েশন ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচ দিয়ে মাস্টার ক্রিকেটার্সদের যাত্রা শুরু হয়। এরপর বি টি মাঠে নিজেদের মধ্যে বয়স অনুযায়ী দল ভাগ করে ম্যাচ হয়। এবছর ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এবং জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার ব্যবস্থা করবে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হাবুল ভট্টাচার্য বলেন, “টি সি এ নিজের গতিতে চলেছে, সেখানে আমাদের কোনও আগাম ভূমিকা নেই। তাঁরা যোগ্যতার সাথেই এগিয়ে যেতে সক্ষম বলে মনে করি।” একই সাথে আগামী ২২শে অক্টোবর সমীরণ স্মৃতি বক্তৃতা সভায় সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। এই অনুষ্ঠান করার ক্ষেত্রে আগরতলা প্রেস ক্লাব যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেজন্য ত্রিপুরা মাস্টার ক্রিকেটার্স-এর পক্ষ থেকে ক্লাব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।
2022-10-19