সোপিয়ানে গ্রেনেড হামলায় মৃত উত্তর প্রদেশের ২ বাসিন্দা

শ্রীনগর, ১৮ অক্টোবর (হি. স.) : ফের রক্ত ঝরল জম্মু ও কাশ্মীরে। এবার জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের হারমেন এলাকায় গ্রেনেড হামলা হয়। আর সেই হামলাতেই জখম হন উত্তর প্রদেশের কনৌজের দুই বাসিন্দা। তারপর তাঁদের কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁদের।

জানা গিয়েছে মৃত দুই ব্যক্তির নাম মণীশ কুমার ও রাম সাগর। কাশ্মীরের জ়োন পুলিশ মঙ্গলবার টুইটে জানিয়েছে, ‘সন্ত্রাসবাদীরা সোপিয়ানের হারমেন এলাকায় হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। সেই হামলায় উত্তর প্রদেশের দুই শ্রমিক মণীশ কুমার ও রাম সাগর জখম হয়েছে। উভয়েই উত্তর প্রদেশের কনৌজের বাসিন্দা। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের মৃত্যু হয়। এলাকা ঘিরে রাখা হয়েছে।’

আরেকটি টুইটে কাশ্মীরের জ়োন পুলিশের তরফে অভিযুক্ত সন্ত্রাসবাদীদের গ্রেফতারির কথা জানানো হয়েছে। টুইটে জানানো হয়েছে, ‘নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন এলইটি-র হাইব্রিড সংগঠন হারমেনের ইমরান বশির গনি যে গ্রেনেড হামলার জন্য দায়ী তাদের গ্রেফতার করেছে সোপিয়ান পুলিশ। তদন্ত ও অভিযান জারি রয়েছে।’ প্রসঙ্গত, গত ১৫ অক্টোবরই দক্ষিণ কাশ্মীর জেলার চৌদারি গুন্ড এলাকায় নিজের বাড়ির কাছে খুন হন কাশ্মীরি পণ্ডিত পুরন কৃষাণ ভাট। তার রেশ কাটতে না কাটতেই ফের রক্ত ঝরল উপত্যকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *