সরকারের তরফ থেকে কোনও হেলদোল নেই: দিলীপ ঘোষ

কলকাতা,১৮ অক্টোবর (হি. স.): কিছুতেই শান্ত হচ্ছে না পরিস্থিতি । গতকালের পর মঙ্গলবারও বিক্ষোভ সামিল টেট উত্তীর্ণরা । এই ঘটনায় সরকারের তরফ থেকে কোনও হেলদোল নেই রাজ্য সরকারকে একহাত বিজেপি সহ সভাপতি দিলীপ ঘোষের ।

এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ”তাঁরা পাশ করেছেন । অধিকার আছে তাঁদের চাকরি পাওয়ার । ধীরে ধীরে বয়স চলে যাচ্ছে । চিন্তা আছে । সরকারের তরফ থেকে কোনও হেলদোল নেই । কেউ কোনও কথা দিচ্ছেন না । শুধু নাটক হচ্ছে । কেউ ফোনে কথা বলে নিচ্ছেন । কেউ দুজনকে ডেকে নাটক করছেন । এখন যা পরিস্থিতি সরকার থাকবে কিনা, সরকার কদিন থাকবে, নেতারা কোথায় থাকবে এ নিয়ে সরকার বেশি চিন্তিত। জানি না আদৌ চাকরি হবে কিনা ” ।প্রসঙ্গত, চাকরির দাবিতে বিক্ষোভ চলছেই প্রাথমিক টেট উত্তীর্ণদের চাকরির দাবিতে রাস্তায় শুয়েই রাত কাটিযেছে টেট উত্তীর্ণরা । সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে অবস্থান চলছে প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের । সোমবার বেলা ১২টা থেকে ২০১৪-র প্রাথমিক টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা অবস্থান বিক্ষোভে বসে মঙ্গলবারও চলছে বিক্ষোভ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *