নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ তেলিয়ামুড়ার নেতাজী নগরে দ্রুতগামী একটি গাড়ির থাকায় রিক্সাচালক ও এক যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন৷ দমকল বাহিনীর জোয়াররা আহতদের উদ্ধার করে তেলিয়ামুরা হাসপাতালে ভর্তি করিয়েছে৷ আবারো যান দুর্ঘটনায় আহত দুই৷ ঘটনা, তেলিয়ামুড়া থানাধীন নেতাজীনগর ব্রিজ সংলগ্ণ এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে৷ জানা যায়, আসম আগরতলা জাতীয় সড়ক ধরে যাত্রী নিয়ে যাওয়ার সময় একটি রিক্সাকে পেছন দিক থেকে আসা একটি গাড়ি সজোড়ে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ গাড়ির ধাক্কায় রিক্সাটি দুর্ঘটনার কবলে পড়ে এবং আহত হয় রিক্সার চালক সহ রিক্সাতে থাকা এক যাত্রী৷ সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজনেরা খবর দেয় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের৷দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা দুর্ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতদের উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ দুর্ঘটনায় আহতদের নাম শ্যামল পাল ও দুলাল রায়৷ বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরীকালীন বিভাগে৷ এখনো পর্যন্ত গাড়িটির কোন হদিশ মিলেনি৷
2022-10-18