নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার বাগবাসায় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির৷ ঘটনার প্রতিবাদে এলাকার জনগণ দীর্ঘক্ষন পথ অবরোধ করেন৷ অবশেষে পুলিশের হস্তক্ষেপে পথ অবরোধ মুক্ত হয়৷ ধর্মনগর মহকুমার বাগবাসা আউটপোষ্টের এলাকাধীন বাগবাসা ২ নং ওয়ার্ডে একটি ডাম্পার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে শতাংশ নাথ নামে এক বাইক চালকের৷ মৃতের বয়স ৪৮৷ তার বাড়ি টঙছড়া৷ ঘটনার বিবরণে জানা যায় বাইকে করে তার সন্তানকে সুকলে পৌছে ফেরার পথেই তিনি ভয়াবহ দুর্ঘটনার কবরে পড়েন৷ একটি ডাম্পার গাড়ি তাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থলেই তার জীবনদীপ চিরতরে নিভিয়ে দেয়৷ ঘটনার পরপরই স্থানীয় লোকজনরা দমকল বাহিনীকে খবর দেন৷ খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ দমকল বাহিনীর কর্মীরা জানান তার মাথা পুরোপুরি থাকলে দিয়েছে ডাম্পার গাড়িটি৷ ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে৷ ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করেন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷ ঘাতক গাড়িটিকে চুড়াইবাড়ি থানার পুলিশ আটক করেছে৷ জানা গেছে সকালে তিনি তার নিজের সন্তানকে সুকলে দিয়ে বাড়িতে ফিরছিলেন৷ পেছন থেকে ডাম্পার গাড়িটি এমনভাবে আঘাত করে যে ঘটনাস্থলে তার মৃত্যু হয়৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে৷
2022-10-18