করিমগঞ্জ (অসম), ১৮ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জ বাইপাস সংলগ্ন নিউ করিমগঞ্জ রেল স্টেশনের সামনে অসম-ত্রিপুরা জাতীয় সড়কে লরি-অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন তিনজন। বরাতজুড়ে প্রাণে বেচেঁছেন অটো চালক সহ তিন যাত্রী। ঘটনা মঙ্গলবার দুপুরের দিকে সংঘটিত হয়েছে।
বদরপুর থানাধীন ভাঙ্গা এলাকার তিন যাত্রী নিয়ে করিমগঞ্জে আসছিল একটি অটো রিকশা। কিন্তু বাইপাস পয়েন্টে আসার সঙ্গে সঙ্গে পাথারকান্দি থেকে শিলচরগামী একটি লরি বিপরীত দিক থেকে এসে সরাসরি ধাক্কা মারে অটো রিকশাটিকে।
প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে অটোচালক ও যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান করিমগঞ্জ সিভিল হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় করিমগঞ্জ সদর থানার পুলিশ। ট্রাফিক ইনচার্জ লরি এবং অটোকে করে নিয়ে যান করিমগঞ্জ সদর থানায়। স্থানীয়দের অভিযোগ, বিগত কয়েকদিন থেকে প্রায় প্রতিদিন দুর্ঘটনা সংঘটিত হচ্ছে করিমগঞ্জ বাইপাস রোড সহ পার্শ্ববর্তী এলাকায়। কিন্তু দুর্ঘটনা রোধ করতে করিমগঞ্জ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কোনও বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।