ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর।। কাবাডির উন্মুক্ত নির্বাচনী শিবির হবে ধলাই জেলার ছামনু স্কুলে। জাতীয় জুনিয়র কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য। ২৩ অক্টোবর সকাল ১১ টায় হবে নির্বাচনী শিবির। নির্বাচনী শিবিরে অংশগ্রহণে ইচ্ছুক অনূর্ধ্ব-২০ বিভাগের খেলোয়াড়দেকর ওইদিন যথাসময়ে উদ্যোক্তা কমিটির সচিব অর্পন চাকমার কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। খেলোয়াড়দের বয়সের প্রমানপত্র নিয়ে শিবিরে যোগ দিতে হবে। শেষ ২৫ বছর ওই শিবির আগরতলায় অনুষ্ঠিত হতো। এবারে শিবিরের দায়িত্ব দেওয়া হয়েছে ধলাই জেলাকে। শিবিরের উদ্বোধন করবেন স্থানীয় বিধায়ক শম্ভু লাল চাকমা।
2022-10-18