ডিমা হাসাওয়ে হেরোইন ও গাঁজা সহ চার যুব-ছাত্র গ্রেফতার

হাফলং (অসম), ১৮ অক্টোবর (হি.স.) : অসমে ড্রাগসের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও তীব্রতর করে তোলা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ড্রাগসের বিরুদ্ধে পুলিশের অভিযানে প্ৰতিদিন কোটি কোটি টাকার মাদকদ্ৰব্য বাজেয়াপ্ত করা হচ্ছে, সেই সঙ্গে গ্রেফতার করা হচ্ছে মাদক পাচারকারীদের। অনুরূপ ড্ৰাগস-বিরোধী অভিযান চলছে ডিমা হাসাও জেলায়ও।

আজ মঙ্গলবার ডিমা হাসাওয়ে ডিএসপি বরকারি তেরন এক সাংবাদিক সম্মেলন করে জানান, সোমবার তাঁর নেতৃত্বে হাফলং সদর থানার ওসি রঞ্জিত শইকিয়া, টাউন ইনচার্জ লক্ষ্মীন্দর শইকিয়া সহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে সন্দেহযুক্ত হেরোইন ও গাঁজা সহ চার যুবককে গ্রেফতার করেছে। তিনি জানান, ড্রাগস সহ গ্রেফতার চার যুবকই ছাত্র।

ডিএসপি তেরন জানান, গোপন সূত্রে খবর ছিল, মাহুর থেকে চার যুবক দুটি মোটর সাইকেলে করে মাদকদ্রব্য হাফলঙে নিয়ে আসছে। এই খবর পেয়ে তাঁর নেতৃত্বে হাফলং পুলিশ অভিযানে নেমে ওই দুটি মোটর সাইকেল সহ চার যুবককে লংমা গ্রামের কাছে আটক করে তাদের তল্লাশি চালায়। তালাশিতে চার যুবকের ব্যাগ থেকে ২১.৩৭ গ্রাম সন্দেহযুক্ত হেরোইন, ৫০৭ গ্রাম গাঁজা, বেশ কয়েকটি সিরিঞ্জ ও স্মোকিং পাইপ পুলিশ বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি হেমন্ত নুনিসা, সাহিল থাওসেন, উদিত নার্জারি এবং মাইরিং নাইডিং নামের চার যুবককে গ্রেফতার করেন তাঁরা।

তিনি জানান, এই চার যুবকের বিরুদ্ধে এনডিপিএস আইনে হাফলং থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ডিএসপি বলেন, গোটা ডিমা হাসাও জেলায় ড্রাগসের বিরুদ্ধে তীব্র অভিযান শুরু করেছে পুলিশ। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

ডিএসপি জানিয়েছেন, এই চার যুবক সন্দেহযুক্ত ড্রাগসগুলি ট্রেনে করে করিমগঞ্জ জেলার বদরপুর থেকে ডিমা হাসাওয়ে নিয়ে এসেছে। তবে এই ড্রাগস কার কাছ থেকে এরা এনেছে, পুলিশের জিজ্ঞাসাবাদে এরা কিছুই জানাচ্ছে না। পুলিশ অবশ্য এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। শীঘ্রই মূল ড্রাগস পাচারকারীকে শনাক্ত করতে পুলিশ সক্ষম হবে বলে দাবি ডিএসপি বরকারি তেরনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *