আলিপুরদুয়ার, ১৮ অক্টোবর (হি. স.) : আলিপুরদুয়ারের চৌপথি সংলগ্ন একটি তুলোর গোডাউন ভয়াবহ আগুন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে। আগুনে ভস্মীভূত হয়ে যায় গোডাউনটি।
জানা গিয়েছে, এদিন সকালে হঠাৎই ওই কারখানায় আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছোয়। স্থানীয় বাসিন্দা ও দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকেই আগুন ছড়িয়েছে বলে প্রাথমিক অনুমান। অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার আর্থিক ক্ষতি হলেও হতাহতের কোনও ঘটনা ঘটেনি।