কোভিড গ্রাফ নিম্নমুখী,দৈনিক সংক্রমণ কমল অনেকটাই

নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি. স.) : দেশের সাম্প্রতিক কোভিড গ্রাফ নিম্নমুখী। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দৈনিক সংক্রমণ কমল অনেকটাই। কমল সক্রিয় করোনা রোগীর সংখ্যাও।

দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড পজিটিভ হয়েছেন ১৫৪২ জন। সোমবারও যা ছিল দু’হাজারের বেশি। একদিনে মহামারীর কবল থেকে সুস্থ হয়েছেন ১৯১৯ জন। শতকরা হিসেবে ৯৮.৭৬ %। আর অ্যাকটিভ কেস কমে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ২৬ হাজারে। সোমবার ২৬ হাজার ৮০০-র বেশি ছিল এই সংখ্যা। মোট আক্রান্তের তুলনায় তা মাত্র ০.০৬ শতাংশ। দেশে এই মুহূর্তে পজিটিভিটি রেট ০.৬৮ শতাংশ।
দেশে দৈনিক সংক্রমণ, মৃত্যু, পজিটিভিটি রেট, অ্য়াকটিভ কেস – সবই নিম্নমুখী। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণ চলছে জোরকদমে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্য়ান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ২১৯ কোটি ৩৭ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই ৪ লক্ষ ২৩ হাজার ৮৭ ডোজ পেয়েছেন দেশবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *