ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর।। আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে স্বাধীনতার ৭৫তম বর্ষে ৭৫ জন বাইক রাইডার সহ মোট ৮৪ জনের বাইক রেলি টীম দেশের বিভিন্ন রাজ্য পরিক্রমা করে সংহতি ও সৌভ্রাতৃত্বের বার্তা নিয়ে সোমবার আগরতলায় প্রবেশ করে। উল্লেখ্য, গত নয় সেপ্টেম্বর দিল্লি থেকে যাত্রা শুরু করে ফ্রিডম বাইক রেলি দেশের বিভিন্ন রাজ্য পরিক্রমা করে আগামী ২৪ নভেম্বর দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের সামনে সমাপ্তি ঘটবে। আগরতলায় আসার পর অভ্যর্থনা জানানোর পর যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং সাই-এর উদ্যোগে ইন্দো-বাংলা বর্ডার ও ত্রিপুরা স্টেট মিউজিয়াম উজ্জয়ন্ত প্রাসাদ পরিদর্শন করানোর পর ভগৎ সিং যুব আবাসে সন্ধ্যা সাতটায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তার সুবিকাশ দেববর্মা, নেহরু যুব কেন্দ্রের অধিকর্তা শ্রীমতি জবা চক্রবর্তী, ফ্রিডম রাইডার বাইক রেলির টিম লিডার হরশল মোদি ও পশ্চিম জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের আধিকারিক কৃষ্ণকান্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। আগরতলায় সারা জাগানো এই রেলি আজ, মঙ্গলবার সকালে আগরতলা ছেড়ে বহিরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
2022-10-18