দেহরাদুন, ১৮ অক্টোবর (হি. স.) : কেদারনাথ যাওয়ার পথে মাঝ আকাশে ভেঙে পড়ল তীর্থযাত্রী বোঝাই একটি হেলিকপ্টার। মঙ্গলবার পুণ্যার্থী নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার। কেদারনাথ ধাম থেকে মাত্র ২ কিলোমিটার দূরে গরুরচট্টিতে ভেঙে পড়ে কপ্টারটি। ভয়াবহ দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
জানা গিয়েছে, পুণ্যার্থীদের নিয়ে ওই কপ্টারটি কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। রুদ্রপ্রয়াগের পাথা এলাকার কাছে গরুরচট্টিতে আচমকাই ভেঙে পড়ে সেটি। এর পর হেলিকপ্টারটিতে আগুন লেগে যায়। কোনও যান্ত্রিক ত্রুটির জেরে ঘটনাটি ঘটেছে কিনা, তা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু তথ্য মেলেনি। বেসরকারি সংস্থার এই হেলিকপ্টারটি খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রাথমিকভাবে অনুমান। দুর্ঘটনায় প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। সেই সময় দুই পাইল-সহ ৬ জন যাত্রী ছিলেন এই কপ্টারে। আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। খবর প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। পাঠানো হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও।