ভোটের সকালেই মল্লিকার্জুন খাড়গেকে শুভেচ্ছা জানালেন শশী থারুর

নয়াদিল্লি, ১৭ অক্টোবর (হি.স.) :প্রতিদ্বন্দ্বিতা থাকলেও নির্বাচন শুরুর মুখে মল্লিকার্জুন খাড়গেকে ফোনে শুভেচ্ছা জানাতে বুল করলেন না শশী থারুর। সোমবার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচন শুরু হয়ে গিয়েছে। তার আগে এদিন সকালেই থারুর ফোন করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে। কয়েক দিন ধরে শশী থারুর অভিযোগ করছিলেন, বিভিন্ন রা্জ্যে তিনি কংগ্রেস নেতৃত্বের কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন না। কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠীর সদস্য বলে পরিচিত কেরলের এই সাংসদ। কিন্তু, তিনি প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গের প্রতি এদিন সৌজন্য প্রকাশ করলেন। এদিন তিনি নিজেই ট্যুইট করে সেই কথা জানিয়েছেন।

ট্যুইটে থারুর লেখেন, আজ সকালে মল্লিকার্জুনকে শুভেচ্ছা জানিয়েছি। তাঁর প্রতি আমার দৃঢ় সম্মানের কথাও বলেছি। জাতীয় কংগ্রেসের সাফল্যের জন্য আমাদের ত্যাগের বিষয়ে কথা বলেছি। তবে, অনেকে এটিকে নির্বাচনী স্ট্র্যাটেজি বলেও মনে করছেন।
এবার প্রায় ২৪ বছর পরে গান্ধী পরিবারের বাইরে কেউ সভাপতি নির্বাচিত হতে চলেছেন। সোনিযা-রাহুল-প্রিয়াঙ্কা কেউ সভাপতি হতে চাননি। কংগ্রেস নেতৃত্বর একাংশের অনুরোধ সত্ত্বেও সভাপতি হতে রাজি হননি রাহুল গান্ধী। টানা প্রচারপর্বের পর এদিন দেশজুড়ে প্রায় ১০ হাজার কংগ্রেস নেতৃত্ব ভোট দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *