প্রধানমন্ত্রীর সম্ভাব্য রাজ্য সফর ২৭শে

আগরতলা, ১৭ অক্টোবর : রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই সম্ভাবনা প্রবল বলে সুত্রে জানা গেছে। সেই লক্ষ্যে আগামীকাল মুখ্য সচিব প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং পুলিশের সাথে জরুরী বৈঠকের তলব করেছেন।সম্ভবত, আগামী ২৭ অক্টোবর রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওইদিন তিনি কিছু প্রকল্পের উদ্বোধন করবেন এবং স্বামী বিবেকানন্দ ময়দানে জনসভায় অংশ নেবেন। রাজনৈতিক মহলের ২০২৩ বিধানসভা ভোটের দামামা ওইদিনই বাজিয়ে দিয়ে যাবেন প্রধানমন্ত্রী। তাঁর সফরকে ঘিরে রাজ্যে উন্মাদনা চরমে উঠেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *