গুয়াহাটি, ১৭ অক্টোবর (হি.স.) : শিবসাগর জেলার নাজিরায় রহদৈ কৃষি বিজ্ঞান কেন্দ্ৰে আজ প্ৰধানমন্ত্ৰীর কৃষক সম্মান সম্মেলনের সরাসরি সম্প্ৰচার করা হয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ তপন গগৈ। এদিকে গুয়াহাটিতে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা, মুখ্যসচিব পবনকুমার বরুয়া প্রমুখ।
আজি সোমবার অসম কৃষি বিশ্ব বিদ্যালয়, যোরহাটের অধীনে রহদৈয়ে অবস্হিত শিবসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্ৰের উদ্যোগে দিনব্যাপী কার্যসূচির মাধ্যমে সমগ্ৰ দেশের সঙ্গে শিবসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্ৰ চত্বরে প্ৰধানমন্ত্ৰী কৃষক সম্মান সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷
অনুষ্ঠানে যোরহাটের সাংসদ তপন গগৈ, নাজিরার মহকুমাশাসক সব্যসাচি কাশ্যপ, জেলা কৃষি আধিকারিক বলীন্দ্ৰনাথ চেতিয়া, সমাজকৰ্মী ময়ূর বুঢ়াগোহাঁই সহ শিবসাগর জেলার বিভিন্ন প্রান্তের প্ৰায় ৩০০-এর বেশি জনতা অংশগ্ৰহণ করেন৷ অনুষ্ঠানে প্ৰধানমন্ত্ৰীর ভাষণ সরাসরি সম্প্ৰসারণের ব্যবস্থা করা হয়৷ অনুষ্ঠানের শেষে উপস্থিত কৃষক এবং কৃষি বিজ্ঞান কেন্দ্ৰ শিবসাগরের বিজ্ঞানীদের উপস্হিতিতে এক মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷