নয়াদিল্লি, ১৭ অক্টোবর (হি.স.) : সোমবার কিষান সম্মান নিধির ১২ তম কিস্তির অনুদান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের আওতায় এবার ডিবিটি-র মাধ্যমে ১১ কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে দুই হাজার টাকা স্থানান্তর করা হয়েছে।
দুদিনের পিএম কিষাণ সম্মান সম্মেলন ২০২২-এর প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার টুইট করে বলেছিলেন – ‘আমাদের সরকার খাদ্য দাতাদের জীবন সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই পর্বে আগামীকাল ১১:৩০ টায় দিল্লিতে কিষাণ সম্মান সম্মেলনের উদ্বোধনের পাশাপাশি, আমি পিএম কিষাণ-র ১২ তম কিস্তিও জারি করা হবেব। এই উপলক্ষে আরও অনেক স্কিম চালু করা হবে।
প্রধানমন্ত্রী সোমবার এই উপলক্ষে দুদিনের পিএম কিষান সম্মান ২০২২-এর উদ্বোধন করেন। ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউটের (পুসা) মেলা ক্যাম্পাসে এর আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১২ তম কিস্তির ১৬,০০০ কোটি টাকা ছাড় করেছেন। এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষক পরিবার প্রতি বছর ছয় হাজার টাকা আর্থিক সুবিধা পায়। এই প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে সরকার প্রতি চার মাসে দুই হাজার টাকা দেওয়া হয়।
কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর টুইট করেছেন- ‘প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা কৃষকদের সমৃদ্ধিতে অংশীদার হয়ে উঠছে। এখন পর্যন্ত ১১.৩ কোটিরও বেশি কৃষক উপকৃত হয়েছেন। সম্মেলনে অংশ নিতে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি বিজ্ঞানী ও কৃষকদের সঙ্গে আলোচনা করবেন। সেই সঙ্গে ৬০০ জন প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র চালু করবেন। এই প্রকল্পের অধীনে, সারা দেশে সারের দোকানগুলিকে প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্রে রূপান্তরিত করা হবে।

