তামুলপুরের পর নলবাড়িতে আটক আরও দুই জিহাদি

নলবাড়ি (অসম), ১৭ অক্টোবর (হি.স.) : সোমবার তামুলপুরে দুই জিহাদিকে গ্রেফতারের পর নলবাড়িতে আরও দুই জিহাদিকে গ্রেফতার করেছে পুলিশ। তামুলপুর পুলিশের আভিযানে ধৃত দুই জিহাদি সাদেক আলি (৩৪) এবং জাকিবুল আলি (২৩)-র পর আজ নলবাড়িতে গ্ৰেফতারকৃতদের হাবেল আলি এবং আবু রাইহান বলে শনাক্ত করা হয়েছে। তাদের হেফাজত থেকে পুলিশ বেশ কিছু অপরাধমূলক নথিপত্ৰ বাজেয়াপ্ত করেছে।

পুলিশের জনৈক আধিকারিক জানান, হাবেল আলি এবং আবু রাইহান নামের দুই ব্যক্তি নলবাড়ি জেলার ঘগ্ৰাপাড় এলাকায় জিহাদি কাৰ্যকলাপের সঙ্গে সরাসরি জড়িত ছিল। এ ধরনের কাৰ্যকলাপ সম্পর্কে এক গোপন খবরের ভিত্তিতে আল্লিয়া গ্রামে ঘগ্ৰাপাড় থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের পাকড়াও করেছে।

নলবাড়িতে ধৃত দুজনও আল কায়দার ভ্রাতৃ সংগঠন আনসার-উল্লাহ বাংলা টিম (এবিটি) এবং আল-কায়দা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট (একিউআইএস)-এর সদস্য বলে নিশ্চিত হয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *