কলকাতা, ১৭ অক্টোবর (হি. স.): রাজ্যবাসীর জন্য একটি খবর । রাজ্য জুড়ে সামান্য কমল করোনা আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৮৬। সোমবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে।
স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৬ জন। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে ২১,১৭,০৯০। করোনা আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু হয়েছে ১ জনের। যার জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে ২১,৫২৩। একদিনে সুস্থ হয়ে উঠেছে ১১১ । ফলে মোট সুস্থ হয়ে উঠছেন ২০,৯৪,১৭৬। ফলে সুস্থতার হার বেড়ে ৯৮.৯২ শতাংশ। একদিনে করোনা পরীক্ষা হয়েছে ০৩,৯১২। যার জেরে মোট করোনা পরীক্ষার সংখ্যা বেড়ে ২৬,৬০২,৯২৮।