গুয়াহাটি, ১৭ অক্টোবর (হি.স.) : অসম প্ৰদেশ কংগ্ৰেস সদর দফতরে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এআইসিসি সভাপতি নিৰ্বাচনে ভোট। নিৰ্ধারিত সূচি অনুযায়ী আজ ১৭ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪-টা পর্যন্ত অসমের মোট ২৯১ জন সদস্য-প্ৰতিনিধির মধ্যে ২৭৭ জন ভোটার নিখিল ভারত কংগ্ৰেস কমিটির সভাপতি নিৰ্বাচনে ভোটাধিকার সাব্যস্ত করেছেন।
কংগ্ৰেসের সর্বভারতীয় সভাপতি নিৰ্বাচনের জন্য দিল্লির সদর কাৰ্যালয় সহ সমগ্ৰ দেশে মোট ৬৫টি ভোটকেন্দ্ৰে আজ ভোটগ্ৰহণ হয়েছে। দেশের প্ৰায় ৯ হাজার ৫০০ কংগ্ৰেস কমিটির সদস্য আজ ভোটাধিকার প্রয়োগ করেছেন।
আজ সকাল থেকে অসম প্রদেশ কংগ্রেস সদর দফতর রাজীব ভবনে দলীয় সদস্যরা ভোট দিতে আসতে থাকেন। ১০টা বাজার সঙ্গে সঙ্গে সব আগে ভোট দিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। এদিকে রাজীব ভবনে দলীয় ভোটার ছাড়া অন্য কারোর প্ৰবেশাধিকার ছিল না। নিরপত্তার প্রতি বিশেষ গুরুত্ব প্ৰদান করা হয়েছিল।
ভোটগ্ৰহণ সম্পন্ন হওয়ার পর ব্যালট বক্সগুলি দিল্লিতে কংগ্রসের সদর দফতরের উদ্দেশ্যে নিয়ে গিয়েছেন কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক।