বরপেটার কান্দাপাড়ায় পথ দুৰ্ঘটনায় মৃত্যু মহিলার

বরপেটা (অসম), ১৬ অক্টোবর (হি.স.) : বরপেটা জেলা সদর থানাধীন এবং জনিয়া বিধানসভা এলাকার অন্তৰ্গত কান্দাপাড়ায় সংঘটিত এক পথ দুৰ্ঘটনায় আহত জনৈক মহিলার আজ রবিবার গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। নিহত মধ্যবয়সি মহিলাকে আনোয়ারা খাতুন বলে শনাক্ত করা হয়েছে।

জানা গেছে, গত ১৪ অক্টোবর সকালের দিকে আনোয়ারা খাতুন কোথাও যাওয়ার জন্য তাঁর বাড়ি থেকে বেরিয়েছিলেন। পায়ে হেঁটেই যাচ্ছিলেন তিনি। কিন্তু রাস্তায় বিপরীত দিক থেকে এএস ১৫ আর ০৭২৩ নম্বরের একটি পালসার মোটর বাইক এসে তাঁকে প্রচণ্ড জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়ে যাওয়ার পর তাঁর ওপর দিয়ে বাইকটি চলে যায়।

এর পর সংকটজনক অবস্থায় আনোয়ারার আত্মীয়রা উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করেন। কিন্তু ডাক্তারদের সকল চেষ্টা ব্যর্থ করে আনোয়ারা খাতুন মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আনোয়ারা খাতুনের অকালমৃত্যুতে কান্দাপাড়া এলাকায় গভীর শোক বিরাজ করছে। এদিকে দরিদ্ৰ পরিবারের আনোয়ারার পরিবারকে এককালীন আৰ্থিক সাহায্য প্ৰদান করতে স্থানীয়রা সরকারের কাছে আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *