নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷ পারিবারিক কলহের জেরে ফাঁসিতে আত্মহত্যা করল এক যুবক৷ ঘটনা উদয়পুর খিলপাড়া ভাঙ্গারপাড় এলাকায়৷ মৃত ব্যক্তির নাম অভিজিৎ চন্দ্র দাস ৷ জানা যায় ২০১৮ সালে অভিজিৎ বিয়ে করেছিল৷ তারপর তাদের একটি ফুটফুটে পুত্র সন্তানও জন্ম হয়৷ তারপর থেকে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি চলছিল৷ অভিজিতের শ্বশুরবাড়ি জানা যায় চন্দ্রপুর মুড়াপাড়া এলাকায়৷ প্রতিদিনকার মতো অভিজিতের মা মানুষের বাড়িতে কাজ করার জন্য গিয়েছিল সে সময় বাড়িতে কেউ না থাকায় একা ঘরের মধ্যে ফাঁসিতে আত্মহত্যা করে অভিজিৎ৷ তার মা জানান ঘরের ভিতরে এসে দেখে অভিজিৎ জ্বলন্ত অবস্থায় রয়েছে৷ পরবর্তী সময় চিৎকার চেঁচামেচি করে তার মা৷ খবর দেওয়া হয় রাধা কিশোরপুর থানায়৷ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন৷ পুলিশ জানিয়েছে ময়না তদন্ত করে মৃতদেহ তুলে দেওয়া হবে তার পরিবারের হাতে৷ এ নিয়ে গোটা এলাকায় কান্নার রোল পড়ে যায়৷
2022-10-15