বিশালগড়ে সোয়া লক্ষ টাকার শাড়ি সহ আটক তিন ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷  বিশালগড় রেলস্টেশনের মুখে  এক লক্ষ পঁচিশ হাজার টাকার শাড়ি আটক পুলিশের হাতে৷ ঘটনায় তিন ব্যক্তিকে  গ্রেফতার করা হয়েছে৷ বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস সহ পুলিশবাহিনী একটি বোলেরো গাড়িকে ধাওয়া করে বিশালগড় রেলস্টেশনের মুখে গিয়ে আটক করে গাড়িটিকে৷ বোলেরো গাড়ি থেকে এক লক্ষ ২৫ হাজার  টাকার শাড়ি উদ্ধার করেছে পুলিশ৷ বোলেরো গাড়িতে থাকা চালকসহ মোট তিনজনকেও আটক করে বিশালগড় থানায় নিয়ে আসা হয়৷ মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস জানান শুক্রবারদিন মহাকুমার পুলিশ আধিকারিক সহ বিভিন্ন থানার পুলিশ যানবাহন তল্লাসীতে বসে৷ বালেরো গাড়িটি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলিশ গাড়িটিকে সিগন্যাল দেয় আটক করার জন্য বোলেরু গাড়ি কি সিগনাল অমান্য করে একজন ট্রাফিক কনস্টেবলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ তখন মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্মীরা গাড়িটির পেছনে ধাওয়া করে৷ বিশালগড় রেলস্টেশনের কাছে গিয়ে গাড়িটিকে আটক করে বিশালগড় থানায় নিয়ে আসে৷ গাড়িটি থেকে এক লক্ষ ২৫ হাজার টাকার শাড়ি উদ্ধার করা হয়েছে৷ শাড়িগুলোর মালিকানা নিয়ে এবং কাগজপত্র নিয়ে পুলিশ তদন্ত করছে৷ তবে সঠিক কাগজপত্র পাওয়া যায়নি৷ যাদেরকে আটক করা হয়েছে তাদের বাড়ি কমলাসাগর এলাকায়৷ মহকুমা পুলিশ আধিকারিক গোটা বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে৷ বর্তমানে বিশালগড় পুলিশ আধিকারিকের হাতে আটক তিনজন ব্যক্তি বিশালগড় থানা পুলিশের হেফাজতে রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *