বৌবাজারে বাস্তুচ্যুতদের পুনর্বাসন ও মাটি শক্ত করায় অগ্রাধিকারের আর্জি তথাগতের

কলকাতা, ১৫ অক্টোবর (হি. স.) : বৌবাজারে বাস্তুচ্যুতদের পুনর্বাসন ও মাটি শক্ত করার কাজে অগ্রাধিকারের আর্জি জানালেন মেট্রো রেলের প্রাক্তন আধিকারিক তথাগত রায়।

শনিবার তিনি টুইটারে লিখেছেন, “পশ্চিমবঙ্গ সিপিএমের রাজ্য সচিব অনিল বিশ্বাস লাখ কথার এক কথা বলেছিলেন, “রাজনীতির বাইরে কিছু হয় না”। বৌবাজারের মদন দত্ত লেনের দুর্ঘটনায় এর সত্যতা প্রতি মুহূর্তে বোঝা যাচ্ছে। একটা পুরোপুরি প্রযুক্তিগত সমস্যার ব্যাপারে পাল্লা দিয়ে রাজনৈতিক হ্যাজানোর প্রকাশ দেখা যাচ্ছে মহম্মদ সেলিম, কুনাল ঘোষ ও দিলীপ ঘোষের মধ্যে।

একথা ঠিক যে মমতা জোর করে মেট্রোর রুট বদলেছিলেন প্রযুক্তিগত সমস্যার কথা না ভেবে। কিন্তু সেকথা বলবার কি এইটা সময়? এখন প্রাথমিক কাজ, যারা বাস্তুচ্যুত হয়েছেন তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং গ্রাউটিং করে মাটি শক্ত করা। এই সব জিনিসে রাজনীতি ঢোকাবার বামপন্থী প্রবণতা ঝেড়ে ফেলতে না পারলে বাঙালির ভবিষৎ অন্ধকার। অবশ্য এমনিতেই বা কি উজ্জ্বল?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *