মধ্যপ্রদেশ থেকে শুরু করে ভারতেও এখন মাতৃভাষায় চিকিৎসা বিজ্ঞানের শিক্ষা

ভোপাল, ১৫ অক্টোবর (হি.স.) : চিন, রাশিয়া, জাপান, ইউক্রেনের মতো এখন ভারতেও চিকিৎসা শাস্ত্রের শিক্ষা হবে মাতৃভাষায়। দেশে শুরু হচ্ছে মধ্যপ্রদেশ থেকে। রাজ্যের ৯৭ জন চিকিৎসকের একটি দল চার মাসে দিনরাত পরিশ্রম করে ইংরেজি বই হিন্দিতে অনুবাদ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রবিবার ভোপালের লাল প্যারেড গ্রাউন্ডে আয়োজিত একটি জমকালো অনুষ্ঠানে এই বইগুলি প্রকাশ করবেন।মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, শিশুরা জন্মের সঙ্গে সঙ্গে তাদের মাতৃভাষায় শিখতে শুরু করে এবং তাদের প্রতিভার এই বহিঃপ্রকাশ শুধুমাত্র তাদের মাতৃভাষায় করা যেতে পারে এবং সেই কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাথমিক এবং উচ্চতর শিক্ষা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। হিন্দিতেও মেডিকেল অধ্যয়ন পরিচালনার জন্য পাঠ্যপুস্তক তৈরি করা হয়েছে। ইংরেজি এখন আর বাধ্যতামূলক নয়। আগামীকাল রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিন্দি ভাষাতে চিকিৎসা শাস্ত্রের শিক্ষা বই চালু করতে ভোপালে সফর করবেন।

চিকিৎসা শিক্ষামন্ত্রী বিশ্বস সারং জানিয়েছেন, মধ্যপ্রদেশের হিন্দি বিশেষজ্ঞদের মেডিকেল কলেজের অধ্যাপকরা এমবিবিএস প্রথম বর্ষের বইয়ের অনুবাদ সংস্করণ প্রস্তুত করেছেন। পুরো প্রকল্পের নাম দেওয়া হয়েছে মান্দার। মন্দার নামকরণের পেছনে ধারণা ছিল যে, সমুদ্র মন্থনে যেভাবে মন্দার পর্বত থেকে অমৃত বের করা হয়েছিল, ঠিক সেভাবে ইংরেজি বইগুলি হিন্দিতে অনুবাদ করা হয়েছে। মান্দার সঙ্গে জড়িত চিকিৎসক ও বিশেষজ্ঞরা বুদ্ধিমত্তার পর বই তৈরি করেছেন। মন্ত্রী সারঙ্গ বলেন, আমি আনন্দিত যে এখন ভারতও বিশ্বের সেই সব দেশে যোগ দিয়েছে, যারা তাদের মাতৃভাষায় চিকিৎসা শিক্ষা দেয়। দেশে প্রথম শুরু হচ্ছে মধ্যপ্রদেশ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *