কলকাতা, ১৫ অক্টোবর (হি. স.) : আগামী তিনদিনের মধ্যে বিদায় নিচ্ছে বর্ষা। তবে রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও খটখটে শুকনো পরিস্থিতির সৃষ্টি হবে না। বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গের আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। যদিও কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আগামী ১৬ অক্টোবর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে খবর। ইতিমধ্যেই শীতের আমেজ মিলতে শুরু করে দিয়েছে।
শনিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যে বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে। তবে রাজ্যে থেকে বর্ষা বিদায় নেওয়ার পর খটখটে শুকনো পরিস্থিতির সৃষ্টি হবে না। তবে আশা করা হচ্ছে বৃষ্টির পরিমাণ কমবে। সেই সঙ্গে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আগামী ১৬ অক্টোবর থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তাপমাত্রারও তেমন কোনও পরিবর্তন হবে না। উত্তরবঙ্গে শীতের আমেজ মিলতে শুরু করে দিয়েছে। সেখানে এখন সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা কমতে দেখা যাচ্ছে। অনুভূতি হচ্ছে হাল্কা শীতের। শনিবার কাকভোরে জলপাইগুড়ি শহরে ঘন কুয়াশাও দেখা গিয়েছে। রাস্তাঘাট, নদীর পাড় ঢেকে গিয়েছে ঘন কুয়াশায়। দক্ষিণবঙ্গে ধীরে আবহাওয়া শীতের দিকে এগবে। বাংলায় এবার শীতের ছোঁয়া মেলার সম্ভাবনা নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতে।

