শোপিয়ান, ১৫ অক্টোবর (হি.স.) : কাশ্মীরের শোপিয়ানে কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবার পুলিশ জানিয়েছে, এদিন কাশ্মীরের শোপিয়ান জেলার চৌধুরীগুন্ড গ্রামে এক কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে হত্যা করা হয়। কাশ্মীরি পণ্ডিতকে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার চৌধুরীগুন্ড গ্রামের বাসিন্দা পুরান কৃষাণ ভাট হিসাবে চিহ্নিত করা হয়েছে।
গুলি বিদ্ধ হওয়ার পরই শীঘ্রই তাকে শোপিয়ান জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে হামলাকারীদের ধরতে নিরাপত্তা কর্মীরা এলাকাটি ঘিরে রেখেছে। এই এলাকায় পণ্ডিত সম্প্রদায়ের সদস্যের উপর এটি তৃতীয় হামলা। গত মাসে এমন হামলায় একজন নিহত হয়েছেন।