কলকাতা, ১৫ অক্টোবর (হি. স.) : শনিবার ও রবিবার শিয়ালদহ মেইন লাইনে ৪২টি লোকাল ট্রেন বাতিল থাকবে। নৈহাটি-হালিশহরের মাঝে আপ লাইনে লাইন মেরামতির জন্য ব্যাহত হবে যাত্রী পরিষেবা।
এদিন রাত ১০ থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত ১২ ঘণ্টা চলবে এই কাজ। যার জেরে এদিন যে সব ট্রেন বাতিল থাকবে সেগুলি হল শিয়ালদহ-কৃষ্ণনগর, শিয়ালদহ-গেঁদে, শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-রানাঘাট, কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল। পাশাপাশি রবিবার বাতিল ট্রেনগুলি হল— শিয়ালদহ-কৃষ্ণনগর, শিয়ালদহ-গেঁদে, শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত, নৈহাটি-কল্যাণী সীমান্ত এবং শিয়ালদহ-নৈহাটি লোকাল। এছাড়াও কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে।