ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর।। পরিত্যক্ত হলো ম্যাচ। মুষলধারে বৃষ্টির জন্য। শুক্রবার উত্তরেপ্রদেশের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার কথা ছিলো ত্রিপুরা।সিনিয়র মহিলা ক্রিকেটারদের টি-২০ ক্রিকেটে। ব্যাঙ্গালুরুর আলোর ক্রিকেট আকাদেমি মাঠে ম্যাচটি হওয়ার কথা ছিলো। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায মাঐঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ে। আম্পায়াররা দীর্ঘ সময় অপেক্ষা করে ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষনা করেন। দুদলকেই দেওয়া হয় দুই পয়েন্ট করে। ফলে জয়ের হ্যাটট্রিক করা সম্ভব হয়নি ত্রিপুরার। তিন ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট ১০। ১৬ অক্টোবর ত্রিপুরার প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল মিজোরাম। বড় কোনও অঘটন না হলে ওই ম্যাচ থেকেও পুরো পয়েন্ট পাবে ত্রিপুরা। এবং গ্রুপের শীর্ষে থাকার দৌড়ে থাকবে। এদিন বৃষ্টির জন্য ম্যাচটি না হওয়ায় কিছুটা সমস্যায় রাজ্যদল। আজ জয় পেলেই অনেকটা ভালো জায়গায় থাকতে পারতো।
2022-10-14