ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর।। অসহায় আত্মসমর্পন করলো ত্রিপুরা। পাঞ্জাবের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ক্রিকেটে জয়পুরের জয়পুরিয়া বিদ্যালয় মাঠে ত্রিপুরা পরাজিত হয় ৯ উইকেটে। ত্রিপুরার গড়া ১১৮ রানের জবাবে পাঞ্জাব ৩০ বল বাকি থাকতে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এদিন শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ত্রিপুরা। আর এর কারনেই অসহায় আত্মসমর্পন ত্রিপুরার। ত্রিপুরার অধিনায়ক ঋদ্ধিমান সাহা দুরন্ত অর্ধশতরান করলেও দলের প্রাথমিক ব্যর্থতায়ই পরাজয়ের অন্যতম কারন। শুক্রবার সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েই সংকটে পড়ে যায় ত্রিপুরা। দলীয় ৩ রানের মধ্যে ত্রিপুরা হারায় বিক্রম কুমার দাস (২) এবং পেশাদার ক্রিকেটার সুদীপ চ্যাটার্জিকে (০)। ব্যর্থ হয়েছেন শ্রীদাম পাল (২)। এ অবস্থায় প্রথম দুই ম্যাচে ব্যর্থ দলনায়ক ঋদ্ধিমান সাহা রুখে দঁাড়ান। প্রথমে শুভম ঘোষ এবং শেষে তৃতীয় পেশাদার ক্রিকেটার দীপক ক্ষাত্রি কিছুটা সঙ্গ দেন ঋদ্ধিমানের। ওই দুজনের সঙ্গ পেয়ে দলকে খাদের কিনারা থেকে লড়াই করার মতো জায়গায় নিয়ে যান ভারতীয় দলের প্রাক্তন উইকেট রক্ষক তথা ব্যাটসম্যান ঋদ্ধিমান। শুভম ২১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। সপ্তম উইকেটে দীপক ক্ষাত্রিকে সঙ্গে নিয়ে ২৭ বলে ৪৬ রান যোগ করেন। ঋদ্ধিমান ৫৫ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬২ রান করেন। ত্রিপুরা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৮ রান করেন। দীপক ১৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ রানে এবং রাণা দত্ত ১ রানে অপরাজিত থেকে যান। পাঞ্জাবের পক্ষে সিদ্ধার্থ কাউল (৩/৩৩) এবং মায়াঙ্ক মারকান্ডে (২/২৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে পাঞ্জাবের দুই ওপেনার অভিষেক শর্মা এবং প্রবশিমরাম শুরু থেকেই ঝড়ো গতিতে ব্যাট করতে থাকেন। ওপেনিং জুটিতে দুজন ৬৪ রান যোগ করে দলের জয়কে সহজ করে দেন। অভিষেক ২৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওওভার বাউন্ডারির সাহায্যে ২৯ রান করেন। এরপর পুখরাজ মনকে সঙ্গে নিয়ে দলকে কাঙ্কিত জয় এনে দেন প্রশিরাম। পাঞ্জাব ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। প্রবশিরাম ৪৩ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৬ রানে এবং পুখরাজ ১৮ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ রানে অপরাজিত থেকে যান। ত্রিপুরার পক্ষে চিরঞ্জীৎ পাল (১/৩৭) উইকেট পেয়েছেন। ১৬ অক্টোবর ত্রিপুরা চতুর্থ ম্যাচ খেলবে হায়দরাবাদের বিরুদ্ধে।
2022-10-14