ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর।। দেরিতে হলেও ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল একটি বিশেষ উদ্যোগ নিয়েছে। বিশেষ করে রাজ্যের ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন এবং নৈতিক স্বীকৃতি লাভের লক্ষ্যে ভারতের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির উদ্দেশ্যে কলম ধরেছেন ত্রিপুরার স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত। গত ১১ অক্টোবর, মঙ্গলবার নং এবং. ১৭০/ টিএসসি/ দেন/ ২০২২/ ১৩২৩ সেহামূলে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার প্রাক্তন বিচারপতি জাস্টিস এল. নাগেশ্বর রাও-এর উদ্দেশ্যে এক চিঠিতে রাজ্য ক্রীড়া পর্ষদ সচিব শ্রীরক্ষিত ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশন নামধারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ পেশ করেছেন। অভিযোগ পত্র তিনি লিখেছেন, রূপক দেব রায়-এর পরিচালনাধীন ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশন নামধারী সংস্থা ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল এবং রাজ্য সরকারের অনুমোদন ব্যতিরেকে বিগত ১৪ বছর ধরে অনৈতিকভাবে কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। আজ পর্যন্ত এ ধরনের অনৈতিক ত্রিপুরা স্টেট অলিম্পিক এসোসিয়েশনকে রাজ্য ক্রীড়া পর্ষদ অনুমোদন দেয় নি। এমনকি বিভিন্ন অনুমোদিত ক্রীড়া সংস্থা থেকে সময়ে সময়ে এই ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এসেছে। সামগ্রিক বিষয়ের পরিপ্রেক্ষিতে এই অনৈতিক সংস্থা ত্রিপুরা স্টেট অলিম্পিক এসোসিয়েশনের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শ্রীরক্ষিত বিচারপতির কাছে অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি ত্রিপুরার খেলোয়াররা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে সাবলীল ভাবে খেলাধুলা করতে পারবে বলে তিনি মনে করেন। এই অভিযোগ পত্রের সঙ্গে তিনি বিভিন্ন সংস্থা প্রেরিত অভিযোগপত্রের কপিও জুড়ে দিয়েছেন। এ বিষয়ে সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি এখন কি ভূমিকা নেয়, তাই দেখার বিষয়।
2022-10-14

