ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর।। জয় পেলো তুলসীরাম পাড়া। পরাজিত করলো লক্ষ্মণ পাড়াকে। মহিলা ফুটবলে। জয়ৈং কামি মাঠে ৮ দলকে নিয়ে মঙ্গলবার থেকে শুরু হয়েছিলো আসর। বৃহস্পতিবার জয়ৈং কামি মাঠে মুখোমুখি হয় তুলসী কামিপাড়া এবং লক্ষ্মণ পাড়া। ম্যাচে আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলে ২-০ গোলে জয় পায় তুলসীরাম পাড়া। তুলসীরাম পাড়ার পক্ষে অনিতা জমাতিয়া এবং মঙ্গল দেবী জমাতিয়া গোল করেন। খেলা পরিচালনা করেন সুনীতা জমাতিয়া। মূলত: কিল্লা থেকে প্রতিভাবান ফুটবলার বের করে আনার লক্ষ্যেই ওই আসরের উদ্যোগ। কম দল আসরে অংশ নেওয়ায় প্রথমে লিগ ভিত্তিতে হবে খেলা। কোয়ার্টার ফাইনাল থেকে হবে নকআউট পর্যায়ে খেলা।
2022-10-13