নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর৷৷ বুধবার কল্যাণী এলাকায় ড্রেন থেকে অপর্ণা কর্মকার ঘোষ নামে ৪৩ বছরের এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়৷ জানা যায় চিত্তরঞ্জন রোড এলাকার বাসিন্দা টমটম চালক দীপক কুমার ঘোষের স্ত্রী অপর্না কর্মকার ঘোষের মৃতদেহ ছিল এটা৷ তিনি এমবিবি কলেজে লাইব্রেরি কর্মরত চাকরিজীবী এক যুবকের সঙ্গে গত জানুয়ারি মাসে পালিয়ে যায়৷ গৃহবধূ অপর্ণা কর্মকার ঘোষ দুই মেয়েকে বাড়িতে ফেলে অপর যুবকের সঙ্গে পালিয়ে যাওয়ার বিষয়টি দুই কন্যা জানার পর মাকে আনতে যুবকের বাড়িতে বেশ কয়েকবার যায়৷ কিন্তু গৃহবধূ সেই যুবককে ছেড়ে বাড়িতে আসতে চায়নি৷ বুধবার গৃহবধূ অপর্ণা কর্মকার ঘোষের মৃতদেহ ড্রেন থেকে উদ্ধার হয়৷ স্থানীয়রা মৃতদেহ দেখে পূর্ব মহিলা থানায় খবর দেয়৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠায়৷ এই রহস্যজনক ঘটনা উদঘাটন করতে পুলিশ গৃহবধূর প্রেমিককে থানায় এনে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে৷
2022-10-13