গোলাঘাট (অসম), ১৩ অক্টোবর (হি.স.) : অসমের গোলাঘাট জেলার অন্তর্গত নুমালিগড়ে উদ্ধার হয়ছে বিরল প্রজাতির গ্রিন ক্যাট সাপ। অস্বাভাবিক বিরল প্রজাতির সাপটি উদ্ধারের খবর চাউর হতেই স্থানীয়রা তাকে দেখতে ভিড় জমান।
প্রায় পাঁচ ফুট লম্বা সাপটি সম্পূর্ণ সবুজ রঙের। তবে সাপের মুখের ভেতরের অংশ সম্পূর্ণ কালো। স্থানীয় কয়েকজন মানুষ বিরল প্রজাতির সাপ দেখতে পেয়ে মোরাঙ্গি এলাকার সাপ বিশেষজ্ঞ জনৈক প্রসন্নদীপ বরদলৈকে খবর দেন। তিনি এসে খুব কৌশলে সাপটিকে ধরে যাচাই করেন। বরদলৈ জানান, এই প্রজাতির সাপ গাছের ডালে চলাচল করে। গাছের পাতার রং থাকায় সহজে মানুষের নজরে পড়ে না।
জানা গেছে, সাপটি গত কয়েকদিন ধরে নুমালিগড় তেল শোধনাগারের শহর এলাকার একটি টেনিস কোর্টে আশ্রয় নিয়েছিল। সাপটিকে উদ্ধার করে নুমালিগড়ের কাছে দেওপাহাড় সংরক্ষিত বনে ছেড়ে দিয়েছেন সাপ বিশেষজ্ঞ জনৈক প্রসন্নদীপ বরদলৈ।