নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর৷৷ আগামীকাল দুপুর সাড়ে বারোটা নাগাদ কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের সায়েন্স বিল্ডিংয়ের উদ্ধোধন করবেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সাহা৷ বৃহস্পতিবার সকালে কৈলাসহর কলেজের অধক্ষ্য ডঃ পিনাকী পাল উনার চেম্বারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই খবর জানান৷ অধক্ষ্য ডঃ পিনাকী পাল আরও জানান যে, চৌদ্দ অক্টোবর শুক্রবার দুপুরে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সাহা কর্তৃক কলেজের সায়েন্স বিল্ডিংয়ের উদ্ধোধনের সময়ে রাজ্যের শ্রমমন্ত্রী ভগবান দাস এবং সমাজ কল্যাণ মন্ত্রী স্বান্তনা চাকমা এই দুইজন মন্ত্রীও উপস্থিত থাকবেন৷ উদ্ধোধনী অনুষ্ঠানে কলেজের ছাত্র ছাত্রীদের পাশাপাশি শহরে শিক্ষাবিদ সহ বিশিষ্ট জনেরাও উপস্থিত থাকবেন এবং উদ্ধোধনী অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী মানিক সাহা সবার সামনে বক্তব্য রাখবেন বলেও কলেজ অধ্যক্ষ ডঃ পিনাকী পাল জানান৷ উদ্ধোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজ চত্বরে চলছে চূড়ান্ত ব্যস্ততা৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করা হচ্ছে বলেও কলেজ অধ্যক্ষ জানান৷ তবে, কলেজের সায়েন্স বিল্ডিংয়ের উদ্ধোধনী অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী সহ আরও দুইজন মন্ত্রী উপস্থিত থাকার কথা থাকলেও রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ অনুপস্থিত থাকবেন বলে জানান কলেজ অধ্যক্ষ৷
2022-10-13