Tripura:বিদ্যুৎ যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে পথ অবরোধ ধর্মনগরের দুর্গাপুরে

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১২ অক্টোবর৷৷  এবার বিদ্যুৎ যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে পথ অবরোধে বসলো উত্তর জেলার ধর্মনগরের রাজবাড়ি দুর্গাপুর এলাকার জনগণ৷ ঘটনার বিবরণে জানা যায়,গত মঙ্গলবার  সকাল এগারোটায় দূর্গাপুর এলাকার একটি বিদ্যুতের ট্রান্সফারমারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে৷ আর তাতে ঐ এলাকার বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়ে৷
একাধিক বার বিদ্যুৎ দপ্তরকে আবেদন নিবেদন জানিয়েও কোন কাজ না হওয়াতে অবশেষে বুধবার সকাল দশটা নাগাদ এলাকার জনগণ দূর্গাপুর এলাকার ধর্রমনগর রেলগেট থেকে কলেজ রোড সংযোগকারী পথ অবরোধ করে আন্দোলনে সামিল হন৷ যার ফলে যানজটের সৃষ্টি হয়৷পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা৷কথা বলা হয় আন্দোলনকারীদের সাথে৷
কিন্তু কোন কিছু মানতে নারাজ আন্দোলনকারীরা৷ অবশেষে বাধ্য হয়ে বিদ্যুৎ কর্মীরা প্রায় চবিবশ ঘণ্টা থেকে বন্ধ থাকা বিদ্যুৎ লাইন সারাইয়ের কাজে হাত লাগান৷প্রায় এক ঘন্টা পর বিদ্যুৎ লাইন সচল হলে পথ অবরোধ প্রত্যাহার করেন অবরোধকারীরা৷তবে পথ অবরোধ চলাকালীন সময়ে বিদ্যুৎ দপ্তরের কোন আধিকারিককে ঘটনাস্থলে আসতে দেখা যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *