নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.) : কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রেখে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দাবি করেছে, দিল্লিতে কেজরিওয়াল সরকারের বেশ কয়েকটি বড় কেলেঙ্কারি হয়েছে।
বুধবার এক সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল সরকারকে আক্রমণ করে বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, কেজরিওয়াল সৎ নয়, অসৎ। দিল্লি সরকারের প্রতিটি মন্ত্রণালয়ে কেলেঙ্কারি হয়েছে। সেই সঙ্গে তিনি প্রশ্ন করেন, কেন তথ্য অধিকার আইন (আরটিআই অ্যাক্ট) মানা হচ্ছে না? তিনি দাবি করেন যে দিল্লিতে একটি দুর্নীতিগ্রস্ত সরকার রয়েছে এবং এটি এখানকার মানুষকে লুটপাটের কাজ করেছে।
ভাটিয়া আরও বলেন, কেজরিওয়াল সরকারের প্রতিটি মন্ত্রকের মধ্যে দুর্নীতি রয়েছে। মন্ত্রালয় দুর্নীতিতে পূর্ণ, কোনও স্বাক্ষর নেই, সর্বত্র দুর্নীতি, দায়বদ্ধতা নেই। তিনি বলেন, আবগারি দফতরের অভিযুক্ত মণীশ সিসোদিয়া কীভাবে কেলেঙ্কারিতে জড়িত তা আগেই প্রকাশিত হয়েছে। পরিবহণ দফতরে লো-ফ্লোর বাসের টেন্ডারে কেলেঙ্কারি হয়েছে, তার জবাব দেওয়ার দায়িত্ব অরবিন্দ কেজরিওয়াল সরকারের।