নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ ঊনকোটি জেলায় কংগ্রেসের অভিনন্দন সমাবেশ অনুষ্ঠিত হয়৷ অভিনন্দন সভা থেকে রাহুল গান্ধীর ভারত জোড়ো কর্মসূচিকে সফল করার জন্য সকল নেতাকর্মী সমর্থকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়৷ ঊনকোটি জেলার কৈলাশহরের কলাক্ষেত্রের সামনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আহ্বানে এক অভিনন্দন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ এই সমাবেশ উপলক্ষে টাউন হলের সামনে থেকে রেলী করে ঊনকোটি কলাক্ষেত্রের সামনে আসেন দলীয় কর্মী সমর্থকরা৷ সমাবেশের মূল বক্তা ছিলেন মহারাষ্ট্রের রাজ্য সভার সংসদ তথা রাজ্য সভার মাইনোরেটি সেলের কংগ্রেস নেতা ইমরান প্রতাপ গৌহরী৷ এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুল জামান সহ কংগ্রেসের রাজ্যস্থরীয় এক ঝাঁক নেতৃত্ব৷ ইমরান সাহেব টানা ২৫ মিনিট বক্তব্যের মধ্যে শুধু রাহুল গান্ধীর ভারত জুড়ো যাত্রার গুনগান গেয়েছেন৷ সমস্ত কংগ্রেস কর্মীদের প্রতি আহ্বান রেখেছেন যাতে সোস্যাল মিডিয়া এর মাধ্যমে রাহুল গান্ধীর ভারত জুড়ো যাত্রার প্রচার করা হয়৷ কংগ্রেস আয়োজিত এই সমাবেশকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷
2022-10-12